৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-৫৩

বাংলা   প্রবন্ধ : স্মরণীয় যারা চিরদিন
-

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : স্মরণীয় যারা চিরদিন’ থেকে আরো ৩টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : বিপরীত শব্দ জেনে নিই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করো।

 


ক. ... অবস্থায় সংবাদ অফিসে শহীদ হন সেলিনা পারভীন।
খ. দেশ ... হওয়ার পরে অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায়।
গ. এ দেশের কৃষক ... জীবন যাপন করেন।
ঘ. বাংলাদেশে অনেক ... সন্ন্যাসী বাস করেন।
ঙ. আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও ...।
উত্তর : ক. ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে শহীদ হন সেলিনা পারভীন।
খ. দেশ স্বাধীন হওয়ার পরে অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায়।
গ. এ দেশের কৃষক সরল জীবন যাপন করেন।
ঘ. বাংলাদেশে অনেক সাধু সন্ন্যাসী বাস করেন।
ঙ. আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও লোভী।
প্রশ্ন : নিচের অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসিয়ে লিখ।
ক) সশস্ত্র যুদ্ধে আমাদের মুক্তিসেনারা প্রাণ দেন আর দেশের ভেতর অবরুদ্ধ জীবন যাপন করতে করতে প্রাণ দেন এ দেশের লাখ লাখ মানুষ তারা ছিলেন নানা পেশার কেউ কৃষক কেউ মজুর কেউ পুলিশ কেউ সৈনিক আরো ছিলেন ছাত্র শিক্ষক সাংবাদিক সরকারি কর্মকর্তা লাখ লাখ নারী পুরুষ শিশুর রক্তে ভেজা আমাদের স্বাধীনতা
উত্তর : সশস্ত্র যুদ্ধে আমাদের মুক্তিসেনারা প্রাণ দেন। আর দেশের ভেতরে অবরুদ্ধ জীবন যাপন করতে করতে প্রাণ দেন এ দেশের লাখ লাখ মানুষ। তারা ছিলেন নানা পেশারÑ কেউ কৃষক, কেউ মজুর, কেউ পুলিশ, কেউ সৈনিক। আরো ছিলেন ছাত্র শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা। লাখ লাখ নারী-পুরুষ-শিশুর রক্তে ভেজা আমাদের স্বাধীনতা।
প্রশ্ন : বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ।
ক) আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করিয়া বিজয় অর্জন করিয়াছি।
খ) দেশের সব সাধারণ মানুষ তাহাদের জোগাইয়াছে ভরসা ও সাহস।
গ) আমাদের সাহসী বীর যোদ্ধারা যুদ্ধ করিয়াছে শত্রুসেনাদের সঙ্গে।
ঘ) আমরা কৃতজ্ঞ তাঁহাদের কাছে।
ঙ) ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করিয়াছিলাম।
চ) ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদাররা হত্যাকাণ্ড চালাইয়া যাইতে থাকে বিরামহীনভাবে।
উত্তর : ক) আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করেছি।
খ) দেশের সব সাধারণ মানুষ তাদের জুগিয়েছে ভরসা ও সাহস।
গ) আমাদের সাহসী বীর যোদ্ধারা যুদ্ধ করেছে শত্রুসেনাদের সাথে।
ঘ) আমরা কৃতজ্ঞ তাদের কাছে।
ঙ) ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম।
চ) ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদারেরা হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে বিরামহীনভাবে।

 


আরো সংবাদ



premium cement